ডেস্কটপ ও মোবাইল ইন্টারফেসে উইন্ডোজ ১০এক্স

২৬ অক্টোবর, ২০১৯ ২৩:৪২  
মাইক্রোসফট ইতিমধ্যে ইউন্ডোজ ১০এক্স এর টিজারে অনেক তথ্যই প্রকাশ করেছে। তবে সাম্প্রতিক এক ফাঁস হওয়া তথ্য অনেক কিছু প্রকাশ করেছে। এতে উইন্ডোজ ১০এক্স এর ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত জানা গেছে। খবর এনগ্যাজেট। সুপরিচিত স্লেথার ওয়াকিংক্যাট জানিয়েছে, এতে ট্যাবলেটের মতো মেন্যু থাকছে। এটি সাধারণ ফোন বা মোবাইল ট্যাবলেটে যে ইন্টারফেস দেখা যায় ও সচরাচর ডেস্কটপ ইন্টারফেসের সমন্বয় ঘটানো হয়েছে। এছাড়া সুপরিচিত টাস্কবারে কমপক্ষে একটি সম্প্রতি উন্মোচিত অ্যাপ আইকন যুক্ত করা হয়েছে। কুইক সেটিংসকে দুইভাগে ভাগ করা হয়েছে। এছাড়া যখন মেশিনকে চালু করা হবে তখন লক পর্দার পরিবর্তে সরাসরি অথেনটিকেশন পেইজে নিয়ে যাবে। ডিবিটেক/বিএমটি